Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুবাইয়ে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ১০:৪১ AM
আপডেট: ১৭ মে ২০১৯, ১০:৪১ AM

bdmorning Image Preview


দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। নিহতদের তিনজনই ব্রিটিশ এবং বাকি একজন আফ্রিকার নাগরিক।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের একটি ছোট বিমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়েছে।

এমিরেটস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিশনে অংশ নেয়া চার সিটের বিমানটির সব আরোহী নিহত হয়েছে। বিমানটিতে তিন ব্রিটিশ নাগরিক এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ছিলেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনার পর পরই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। বিমানের বিশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পরে ছেড়েছে।

প্রসঙ্গত, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমান চলাচল কেন্দ্র।

Bootstrap Image Preview