প্রতিবেশীকে আগুন থেকে বাঁচাতে জীবন দিলেন পবিত্র কোরআনের হাফেজ মুরাদ হোসেন (২৮)। এ সময় বাড়ির মালিক শামীম শেখ (৩০) ও মনিরুল ইসলাম (৩০) নামের দুজন আহত হয়েছেন।
বুধবার মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের দমদমপাড়ায় ঘটনাটি ঘটেছে
নিহত মুরাদ একই গ্রামের দমদমপাড়ার সোবহান মোল্লার ছেলে। তাঁর ১৩ মাসের একটি মেয়ে আছে।
জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জগদল গ্রামের দমদমপাড়ায় শামীম শেখের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী কোরআনের হাফেজ মুরাদ হোসেন, শামীম ও মনিরুল ইসলাম আহত হন। আহত অবস্থায় তাঁদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানের আশ্বাস দেন।