Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০২:৪০ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০২:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেরদৌসের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী থানার বাঁচা মিয়া রোড এলাকা থেকে অস্ত্রগুলিসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ ফেরদৌস (৩৪)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ০১টি বন্দুক ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

১৫ মে, ২০১৯ রাত অনুমান ০৮.৩০ টায় ডবলমুরিং থানাধীণ জোর ডেভার পশ্চিমপাড় জলদা খানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে উল্লেখিত অস্ত্রগুলি নিজ হেফাজতে রাখে।

তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview