Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিতম্ব আকর্ষণীয় করতে অঙ্গ প্রতিস্থাপন, মারা গেলেন নারী ব্যবসায়ী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৯:৪১ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নিতম্বের সঠিক আকার ও অবস্থান একজন নারীকে আকর্ষণীয় করতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের মুম্বাইয়ের এক নাগরিক।

গালফ নিউজের খবরে বলা হয়, দুই সন্তানের মা বেটি রীতা ফার্নান্ডেজ (৪২)। তাঁর জন্মের সময় থেকেই নিতম্ব আকর্ষণীয় ছিল না। তাই সম্প্রতি নিতম্ব প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেন তিনি। অস্ত্রোপচারের জন্য দুবাইয়ের আল জাহরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে গত ৯ মে ২ ঘণ্টাব্যাপী চলে তাঁর অস্ত্রোপচার।

নিতম্ব প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফল হলেও তিনি সফল হতে পরেননি। ৯ মে পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন রীতা। অবশেষে আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। মৃত্যুর কোলে ঢলে পড়েন রীতা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দুবাইতেই বসবাস করতেন রীতা। সেখানে তিনি বেটি কেক টেলস নামে একটি দোকান চালাতেন।

বেটি রীতা ফার্নান্ডেজের নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, গোটা তদন্তের প্রতিটি বিষয় বেটির পরিবারকে জানাচ্ছেন তাঁরা।

Bootstrap Image Preview