Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৮ নারী নেতাকর্মী আটক

আলমডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর ৪৮ নারী নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে কিছু বই। আটককৃতদের আলমডাঙ্গা থানায় নেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের জাহিদুর রহমান টিটুর বাড়িতে জামায়াতে ইসলামীর নারী নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। পরে ওই বাড়ি থেকে জামায়াতের ৪৮ নারী নেতাকর্মীকে আটক করে পুলিশ।’

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলার প্রক্রিয়া চলছে। ওই বাড়ি থেকে পুলিশ কিছু বই উদ্ধার করেছে।

পুলিশ সুপার আরও জানান, আকটকৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। কী কারণে তারা এক জায়গায় জড়ো হয়েছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview