Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ নববধূ উধাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ১৪ মে ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিয়ের ১৮ দিনের মাথায় শশুর বাড়ি থেকে স্ত্রী আরিফা আক্তারের (১৯) নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁও পৌর শহরের ৭ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৩ মে) থেকে নিখোঁজ রয়েছেন সেই গৃহবধূ। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও।

নিখোঁজ আরিফার স্বামী আল-আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে আরিফার শ্বশুড় মো. ইস্রাফিল জানান, ‘গত এপ্রিল মাসের ২৬ তারিখে সামাজিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার ছেলে আল-আমিনের সঙ্গে পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের মুজিবনগর এলাকার বাসিন্দা মো. শাহা আলমের মেয়ে আরিফা আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিলো। কিন্তু সোমবার ভোর রাতে সকলের অগোচরে বৌমা আরিফা তার স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়, নগদ টাকা-পয়সা সহ ব্যবহৃত জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়।’

‘পরে সকালে আশপাশের বাড়িগুলোতে খোঁজখবর করেও তাকে খুঁজে না পেয়ে বৌমার বাবাকে ফোন করে বিষয়টি অবগত করা হয়। এ ঘটনায় মেয়ের বাবা মো. শাহা আলম সকল আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করে কোথাও তার সন্ধান না পেয়ে অবশেষে সদর থানায় মৌখিক অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান (পিপিএম-সেবা) জানান, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Bootstrap Image Preview