Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাবনায় দুই কোটি টাকার কোকেনসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ১০:০৪ AM
আপডেট: ১৩ মে ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


পাবনার দাশুড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে দুই কোটি টাকার কোকেনসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

রবিবার দিবাগত রাতে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কল্যাণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহ আলম।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার পুলিশের এএসপি খলিলুর রহমান জানান, রবিবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া এলপিজি স্টেশন এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে মামুন ও আলমের কাছ থেকে ৩৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে তাদের আটক করা হয়। পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ বিষয়ে একটি মামলা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃত কোকেনের মূল্য দুই কোটি টাকা।

Bootstrap Image Preview