মিষ্টির প্যাকেটের ওজন বেশি হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪টি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৪টি হোটেল থেকে ২০৪টি খালি মিষ্টির প্যাকেট জব্দ করা হয়।
রবিবার (১২ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি খালি মিষ্টির প্যাকেটের ওজন ১৭৩ থেকে ১৭৭ গ্রাম। আর ৪টি মিষ্টির ওজনও প্রায় একই। প্রতি কেজিতে মিষ্টির প্যাকেটে ৪টি করে মিষ্টি কম দিয়ে ভোক্তাদের ঠকানো হচ্ছে।
এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতে শহরের ধানসিঁড়ি হোটেলকে ১০ হাজার টাকা, আল্লাহর দান হোটেলকে ৮ হাজার টাকা, রায় সুইটসকে ৮ হাজার টাকা ও মদিনা হোটেলকে ৫ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬ ধারা মোতাবেক অপরাধ করায় শহরের ৪টি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই ৪টি হোটেল থেকে ২০৪টি মিষ্টির প্যাকেট জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবীর, থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।