Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের টাকার হিসেব চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৫:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের তহবিলের হিসাব চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কত টাকা কতজনকে দেয়া হয়েছে এবং কত টাকা কোন হিসেবে জমা রয়েছে সে হিসেব চাওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।

সূত্র জানায়, কল্যাণ ট্রাস্ট থেকে হিসেবে দেয়ার পর তা প্রধানমন্ত্রীর অফিসে পাঠানো হবে। একইসাথে যৌক্তিকতাসহ ট্রাস্টের অর্থের চাহিদাও জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের দেয়া নির্ধারিত ছকের এসব তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে কল্যাণ ট্রাস্টের সদস্য সচিবকে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত ট্রাস্টের তথ্য চাওয়া হয়েছে। সে প্রেক্ষিতে এ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Bootstrap Image Preview