Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ৭ শিশু নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ১২:৪৫ PM
আপডেট: ১২ মে ২০১৯, ১২:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানের গজনী প্রদেশে স্থলমাইন বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ ৭ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (১১ মে) রাজধানী কাবুলের দক্ষিণে গজনী প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরি এএফপিকে বলেন, শিশুরা খেলার সময় মাইনের ওপর পা রাখলে এটি বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তালেবান এই মাইন পুঁতে রেখেছিল বলে জানান তিনি।

তবে এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গজনী প্রাদেশিক পরিষদের সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, নিহত শিশুদের বয়স ৭-৯ বছরের মধ্যে। তাদের চারজন একই পরিবারের ছিল।

Bootstrap Image Preview