ফের জঙ্গিহামলায় আক্রান্ত হলো পাকিস্তান। এবার জঙ্গি নিশানায় বেলুচিস্তানের গাওয়াদরের পার্ল কন্টিনেন্টাল নামের একটি পাঁচতারা হোটেল।
আল-জাজিরা জানায়, পাঁচতারা ওই হোটেলের ভিতরে ঢুকেছে তিন সশস্ত্র জঙ্গি। হোটেলের ভিতর থেকে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। চারপাশ থেকে হোটলটি ঘিরে ফিলেছে সুরক্ষা বাহিনী।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়া জানান, পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে পড়ে কয়েকজন আহত হয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোন সংখ্যা বলতে পারেননি।
পুলিশ জানায়, হামলাকারীরা নৌকায় করে এসে অস্ত্র নিয়ে হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এরপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা।
পাকিস্তানের আইজিপি মহসিন হাসান জানান, ৯৫ ভাগ অতিথিকে হোটেল থেকে সরিয়ে নেয়া হয়েছে।বর্তমানে ভেতরে কোন বিদেশি নাগরিক নেই।