রমজান মাস উপলক্ষে ডন্স টিম হাতে নিয়েছে বিশেষ উদ্যোগ। প্রজেক্ট ইফতারের মাধ্যমে সুবিধাবঞ্চিত গরীব মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করছে তারা। চাইলে প্রত্যেকেই এই প্রজেক্ট ইফতারে অংশগ্রহণ করতে পারবে।
এ ব্যাপারে ডন্স টিমের বিভাগীয় প্রধান এইচ আর সোহাগ জানান, আমরা বিগত চার বছরের অধিক সময় জনগণকে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে আসছি।
তিনি বলেন, বাংলাদেশে ফেসবুকসহ কোন সোস্যাল মিডিয়া প্ল্যাটফরমের ই-কাস্টমার কেয়ার বা হেল্পলাইন ডেস্ক নেই। অন্যান্য ক্ষেত্রে মানুষ যেভাবে কোন প্রয়োজনে কাস্টমার কেয়ারে যেতে পারে, সোস্যাল মিডিয়ার ক্ষেত্রে বাংলাদেশে তা নেই। বর্তমানে সোশাল মিডিয়া ও অনলাইনে মানুষের আগ্রহ প্রবল, জনপ্রিয়তাও বাড়ছে। তাই যেই হেল্প সেন্টার বা সিকিউরিটি সেন্টার এর কমতি ছিলো, তার সিংহভাগই পূরণ করছে ডন্স টিম। তাও সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের এই সার্ভিস জনগণের জন্য বিনামূল্যেই থাকবে।
এইচ আর সোহাগ আরও বলেন, প্রজেক্ট ইফতারটা সাজানো হয়েছে ভিন্নভাবে। এর মূল লক্ষ্যই হলো আমাদের দ্বারা যদি কোন গরীব বা হত দরিদ্রের মুখে সামান্য হাসি ফুটানো যায়, তবে সেটাই হবে আমাদের প্রাপ্যতা। আর এই কার্যক্রম শুধু রমজান না, সারা বছরই চলবে। তবে সেটা ভিন্ন আঙ্গীকে। তবে আমাদের কাজ থাকবে হত দরিদ্রদের জন্য। আর পাবলিক সার্ভিসও থাকবে বিনামূল্যে।
রমজান মাসে ডন্স টিম- ডিটি থেকে যেকোন সেবা বিনামূল্যে গ্রহণ করতে পারবে সবাই। বিনিময়ে একজন গরীব ব্যক্তিকে ইফতার করিয়ে সেটার ছবি তুলে আমাদের 'ডিটি ফিডব্যাক' গ্রুপে পোষ্ট করতে হবে।
নিম্নোক্ত সেবাগুলো গ্রহণ করার মাধ্যমে আপনারা প্রজেক্ট ইফতারে অংশগ্রহণ করতে পারবেন:
১) আপনার বা আপনার পরিবারের কারো নামে ফেক আইডি বন্ধ করা।
২) ফেইক আইডির মাধ্যমে আপনাকে ব্লাকমেইল করা হলে সেই আইডি বন্ধ করা।
৩) হ্যাক হয়ে যাওয়া আইডি রিকভার অথবা বন্ধ করা।
৪) ডিজেবল হয়ে যাওয়া আইডি রিকভার করা।
৫) অনলাইনে আপনার নামে কোন আইডি থেকে আজেবাজে লেখালেখি থাকলে সেটা রিমুভ করা।
উপরোক্ত যেকোন সেবা গ্রহণের মাধ্যমে প্রজেক্ট ইফতারে অংশ নিতে পারবেন যেকেউ। এতে করে সেবাগ্রহণের পাশাপাশি গরীব মানুষ ও একদিন ভালো ইফতার করতে পারবে। মূলত সেবা গ্রহণের বিনিময়ে গরীব ব্যক্তিকে ইফতার করানোর মাধ্যমে আপনি বাকিদের এ ধরনের উদ্যোগগুলোতে উৎসাহী করতে পারবেন।
উল্লেখ্য, ডন্স টিম - ডিটি সম্পূর্ণ নন প্রফিট অর্গানাইজেশন।