Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইহুদি সেনাদের গুলিতে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাজা উপত্যকায় বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে চলা বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। 

শুক্রবার (১০ মে) বিকালে গাজা সীমান্তে ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচিতে এ হামলা চালানো হয়।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু জানায়, সাপ্তাহিক বিক্ষোভে চালানো ইসরাইলি বাহিনীর গুলিতে আবদুল্লাহ আবদুল আল (২৪) নামে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৩০ বিক্ষোভকারী আহত হয়েছেন। যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শুরু হওয়ার পর প্রতি শুক্রবারই হাজার হাজার বিক্ষোভকারী গাজা সীমান্তের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে উচ্ছেদ হওয়া ভূমিতে ফেরার দাবি জানায়।

রমজানের প্রথম শুক্রবারের বিক্ষোভে প্রায় ছয় হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের একাংশ সীমান্ত বেষ্টনির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ইহুদি সেনারা তাদের দিকে গুলি ছোড়ে।

গত ১৪ মাস ধরে চলা সাপ্তাহিক এ বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে ২০০রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

Bootstrap Image Preview