Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২৪ মে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ১০ মে ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২৪ মে শুক্রবার থেকে শুরু হবে। সারা দেশে চার ধাপে এই পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ১৭ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত পরীক্ষা থাকায় নিয়োগ পরীক্ষা পেছানো হয়েছে।

জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি নিতে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮-এর লিখিত পরীক্ষা এর লিখিত পরীক্ষা চার ধাপে পর্যায়ক্রমে ২৪ মে, ৩১ মে, ১৪ জুন ও ২১ জুন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় এই পরীক্ষা নেওয়া হবে।

গত বছর ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন জমা দেন প্রার্থীরা। এতে প্রায় ২৪ লাখ প্রার্থী আবেদন করেন। আগের মতোই এবারও বুয়েটের সহায়তায় প্রশ্ন প্রণয়ন করা হবে। পরীক্ষার দিন সকালেই কেন্দ্রে প্রশ্নের প্রিন্ট করা হবে। লিখিত পরীক্ষার উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

Bootstrap Image Preview