অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতে সমৃদ্ধ ইরানের সেনাবাহিনী শত্রুর যেকোনো ধরনের হুমকি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি।
তিনি বৃহস্পতিবার তেহরানে সমরাস্ত্রের আধুনিকায়নের ক্ষেত্রে ইরানের সেনাবাহিনীর সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল হায়দারি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা যেকোনো ধরনের কাপুরুষতা দেখালে তেহরানের পক্ষ থেকে তার জবাব হবে কঠোর ও বিধ্বংসী।
ব্রিগেডিয়ার জেনারেল হায়দারি বলেন, ইরানের সেনাবাহিনী নিজস্ব শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর করে দেশের
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার গৌরব অর্জন করেছে।
তিনি আরো বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হলেও সেজন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। সামরিক প্রযুক্তি, যুদ্ধাস্ত্র ও প্রশিক্ষণের দিক থেকে ইরানের সেনাবাহিনী সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে বলেও তিনি উল্লেখ করেন।