ইরাকের বাগদাদে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১৫ জন।
বৃহস্পতিবার (৯ মে) পূর্ব বাগদাদের জামিয়া বাজারে ইরাকি নাগরিকরা যখন তাদের ইফতার শুরু করেন তখনই বোমা হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়া বাজারের ভিড়ের ভেতরে ঢুকে পড়লে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরইমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।
আইএস এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদ শহরে বিস্ফোরণ চালিয়েছে। বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।
এর আগে তিন বছর যুদ্ধের পর ২০১৭ সালে আইএস-মুক্ত হয় ইরাক। কিন্তু এরপরেও দেশটিতে বোমা হামলার ঘটনা ঘটছে।
গত নভেম্বরে দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হন। এ ছাড়া জানুয়ারিতে বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত ৩১ জন।