Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাতারে চালু হল মেট্রোরেল

হাসান বখস, কাতার প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


২০২২ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দৃষ্টিনন্দন স্টেডিয়াম নির্মাণ ও  প্রতিনিয়ত বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে বিশ্ববাসীর নজর এখন কাতারের দিকে।

বুধবার (৮ মে) এরই ধারাবাহিকতায় বহুল প্রতীক্ষিত দোহা মেট্রো রেড লাইন সাউথ পরিবহনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

আপাতত রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই পরিবহন দোহা মেট্রো রেড লাইট সাউথ চলাচল  করবে।

মূলত কাতারের যানজট নিরসন ও দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য  মেট্রোরেলের যাত্রা। মাত্র ২ রিয়েল দিয়ে যে কোনও জায়গায় যেতে পারবেন  যাত্রীরা। আর ৬ রিয়েল দিয়ে 'ডে পাশ' কিনে তাহলে এক দিনে যতবার খুশি মেট্রোতে ভ্রমণ করতে পারবেন।

শুরুতেই আলকাসসার স্টেশন থেকে আল ওয়াকরা পর্যন্ত মোট ১৩টি স্টেশনে যাতায়াত করবে মেট্রো রেল। 

এই রুটে দোহা মেট্রো মোট ১৩টি স্টেশনে যাত্রী পরিবহন করবে। এগুলোর মধ্যে  রয়েছে আলকাসসার, ডিইসিসি, কিউআইসি ওয়েস্ট বে, করনিশ, আলবিদা (ইন্টারচেঞ্জ  স্টেশন), মুশায়রিব (ইন্টারচেঞ্জ স্টেশন), দোহাজাদিদ, উমগোয়াইলিনা, মাতার কাদিম, উকবা বিন নাফে, ফ্রি জোন, রাস আবু ফানতাস এবং আলওয়াকরা। তবে এই রুটে আরও ছয়টি স্টেশনে আপাতত যাত্রী পরিবহন করা হবে না।

মেট্রোরেল মাটির নিচের ট্যানেলটি স্থান প্রকারভেদ ৪৫ ফুট কম বেশি গভীরতায় চলাচল করবে। কাতারি নাগরিক ও বিভিন্ন অভিবাসীদের সঙ্গে প্রথম  দিনের যাত্রায় অংশ নেন অনেক প্রবাসী বাংলাদেশি।

Bootstrap Image Preview