পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের দিকে যাচ্ছি যেখানে সবাই সমান সুযোগ-সুবিধা পাবে। প্রতিবন্ধী হওয়ায় তারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না।
আজ বৃহস্পরিবার রাজধানীর গুলশানে এক্সপেক্ট্রা কনভেনশন সেন্টারে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসনের কাজের উপর ক্ষোভ প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার নড়বে কিন্তু সচিব নড়বে না এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামকে পরিবর্তন করে জনসেবা মন্ত্রণালয় করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবন্ধী ভাতার বিষয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের বর্তমানে ভাতা দেওয়া হয় ৭০০ টাকা, তা আরো বাড়ানো প্রয়োজন। প্রধানমন্ত্রী যখন এটা শুরু করেছিলেন তখন ভেবেছিলেন। তারা এটার উপর নির্ভরশীল না হয়ে তারা যেন কিছু একটা করতে পারে।
কিন্তু আমাদের দেশের মানুষ কাজ না করে খাইতে চায়। এদিকে তারা বিশ্বের সেরা। তিনি বলেন, অনেক মানুষ চা-বিড়ি খেয়ে, বই পিটিয়ে জীবন কাটিয়ে দিতে চায় এটা থেকে বেড়িয়ে আসতে হবে। দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধিদের নিয়ে যে কাজ করছেন তা বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছে।
প্রতিবন্ধীদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের যেসব সমস্যাগুলো এখানে আলোচিত হলো তার অনেকগুলোই সমাধানের চেষ্টা করা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করবো।
সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আলবার্ট মোল্লা।