Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধোনির মেয়েকে অপহরণের হুমকি দিলেন প্রীতি জিনতা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৫:৪৫ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


ভারতের চলতি জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি ছোট্ট জিভা ইনস্টাগ্রামে ধোনির কোলে বসে গোটা দেশকে বার্তা দিয়েছে, ‘মা-বাবার মতো সবাই ভোট দিন।’

ছোট্ট জিভার আধো আধো কথা আর 'কিউটনেসে' অনেকেই তার ভক্ত হয়ে উঠেছেন।

কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিনতাও আছেন তাদের মধ্যে। আদুরে জিভাকে অপহরণেরই হুমকি দিয়ে বসেছেন বলিউডের এই অভিনেত্রী। মজা করে করা টুইটে এমন দুষ্টুমি করেছেন তিনি। 

গত রোববার মোহালিতে প্রীতির দলের কাছে হারে ধোনির চেন্নাই। ম্যাচের ঠিক পরেই বন্ধু ধোনির সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায় প্রীতিকে।

তার পরে টুইট করে প্রীতি লেখেন, ‘ক্যাপ্টেন কুলের অসংখ্য ভক্তের মধ্যে রয়েছি আমিও। সম্প্রতি আমি জিভার ভক্ত হয়ে উঠেছি। ধোনিকে আমি সতর্ক করে দিচ্ছি, আমি জিভাকে অপহরণ করতে পারি।

Bootstrap Image Preview