Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামি-শাশুড়ি আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দ্বাবারিয়া গ্রামের সৈয়দ আলী শেখের স্ত্রী এক সন্তানের জননী আল্পনা খাতুন (২২) গলায় ফাস নিয়ে আত্বহত্যা করেছে।

সোমবার (৭ মে) রাতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাকিবুল হুদা জানান, সোমবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে নিজ ঘরের আড়ার সাথে ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্নহত্যা করে।

গভীর রাতে তার স্বামী রাতে বাজার থেকে বাড়িতে ফিরে অনেক ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে তার স্ত্রী আল্পনা গলায় ফাস নিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ নিহতর স্বামী সৈয়দ আলী (৩০) ও শাশুড়ি চায়না খাতুনকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview