Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদক সম্রাজ্ঞী লাকি নরসিংদীর রেলওয়ে কলোনি থেকে গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


মাদক সম্রাজ্ঞী লাকিকে নরসিংদী পৌরশহরের বানিয়াছল রেলওয়ে কলোনি অর্ধ লক্ষাধিক টাকার মাদকসহ নরসিংদী মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে নরসিংদী বিভিন্ন থানায় মোট ২৭টি মাদক মামলার আছে।  

রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে লাকিকে গ্রেফতার করে পুলিশ। লাকি বৌয়াকুড় এলাকার সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের স্ত্রী।

পুলিশ জানায়, লাকি পেশাদার মাদক কারবারি। মধ্যরাতে ইয়াবা বিক্রির সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান জানান, লাকিকে গ্রেফতারের সময় তাঁর কাছ হতে প্রায় ৭০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম হিরোইন পাওয়া যায় ।

তিনি আরো বলেন, সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে লাকিকে আদালতে পাঠানো হয়েছে।

 

Bootstrap Image Preview