Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্ষেপণাস্ত্রের ভয়ে আশ্রয় কেন্দ্রে লুকালেন ইসরাইলি মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview


ইহুদিবাদী ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ দেরয়ি ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্রের ভয়ে  আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিলেন।

শনিবার এক টুইটার বার্তায় ওই মন্ত্রী নিজেই একটি ছবি প্রকাশ করেছেন যাতে দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে তিনি একটি ছোট্ট আশ্রয় কেন্দ্রে লুকিয়ে আছেন।

গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানতে যাচ্ছে এমন সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 'বিরসেবা' আশ্রয় কেন্দ্রে লুকিয়ে পড়েন।

ইহুদিবাদী ইসরাইল ঘোষণা করেছে, গতকাল (শনিবার) ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ ইসরাইলে প্রায় দুশ'টি রকেট ছুড়েছে। 

ইসরাইলি বাহিনী গত শুক্রবার থেকে ফিলিস্তিনিদের ওপর নতুন করে বিমান ও কামান হামলা শুরু করেছে। এর ফলে এক শিশুসহ অন্তত নয় ফিলিস্তিনি শহীদ ও বহু মানুষ আহত হয়েছে।

ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ শনিবার রাতে এক বিবৃতিতে অবিলম্বে গাজায় হামলা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

Bootstrap Image Preview