Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘুষ গ্রহণের দায়ে ইরানের প্রেসিডেন্টের ভাই কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview


দুর্নীতির অভিযোগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদৌনকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

শনিবার ঘুষ গ্রহণের অভিযোগে তাকে অনির্দিষ্টকালের জন্য এ কারাদণ্ড দেয়া হয়। 

 

ইরানের বিচার বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হামিদ রিজা স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, হোসাইন ফেরেদৌন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ ও বরখাস্তে হস্তক্ষেপ করারও অভিযোগ রয়েছে।

আদালত তার রায়ে বলেন, হোসাইন ফেরেদৌনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল তার কয়েকটিতে তিনি দোষী সাব্যস্ত হননি। তবে অন্যান্য অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

রাজনৈতিকভাবে হয়রানি করতেই রুহানির ভাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার সমর্থকরা দাবি করলেও বিচার বিভাগ এমন অভিযোগ নাকচ করেছে।

 

Bootstrap Image Preview