Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশিমপুর কারাগারে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতরে শনিবার দিবাগত রাতে ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতরে ক্যান্টিনে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই ক্যান্টিনে থাকা চাল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, এতে বন্দিদের খাবার-দাবারের কোনও সমস্যা হয়নি বা কেউ আহত হয়নি।

Bootstrap Image Preview