Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্কের সংবাদ সংস্থা অফিসে ইসরাইলের বিমান হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


গাজা উপত্যকায় তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর অফিস ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান।

শনিবার (৪ মে) ভবনটিতে অন্তত পাঁচটি রকেট হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুরস্ক ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেন, গাজায় আনাদোলু সংবাদ সংস্থার কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে এই বিমান হামলা ইসরাইলের গর্হিত আগ্রাসনেরই একটি দৃষ্টান্ত।

তিনি বলেন, বাছবিচার ছাড়া নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সহিংসতা মানবতাবিরোধী অপরাধ। যদি আরও কেউ নাও থাকেন, তবে তুরস্ক একাই ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন জানিয়ে যাবে।

তুরস্ক প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কালিন বলেন, গাজায় আনাদোলু সংবাদ সংস্থায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। নতুন অপরাধকে ধামাচাপা দিতেই তারা এমন জঘন্য হামলা চালিয়েছেন।

এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় গণহত্যার প্রস্তুতির অংশ হিসেবে কোনো ধরনের প্রমাণ কিংবা সাক্ষ্য না রাখতেই আনাদোলু সংবাদ সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল।

Bootstrap Image Preview