Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩০ মিনিটে ইসরাইলে ৯০টি রকেট ছুড়ল ফিলিস্তিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview


চার ফিলিস্তিনিকে হত্যার জেরে পাল্টাপাল্টি হামলায় আবারো উত্তপ্ত হয়ে পড়েছে ইসরায়েল এবং ফিলিস্তিন। আজ শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ গাজা থেকে রকেট নিক্ষেপ করে হামাস। জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরাইলের শহর ও গ্রামগুলোতে বৃষ্টির মতো রকেট ছুড়েছে ফিলিস্তিন। দেশটির দক্ষিণ ইসরাইলের ভেতরে ৩০ মিনিটের মধ্যে ৯০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এর আগে ইসরাইলের বিমান হামলায় দুই হামাস যোদ্ধা নিহত হওয়ার খবরে নতুন করে উত্তেজনা দেখা দেশ দু’টির মধ্যে।

শনিবারের এ রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু রকেট গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল। এ ছাড়া রকেট সতর্কতা জারি করলে লোকজন আশ্রয়কেন্দ্রে চলে যান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়াও গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে অন্তত দুই প্রতিবাদকারী নিহত হয়েছেন।

হামাস ও ইসরাইলের মধ্যে একটি দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির চেষ্টা করে যাচ্ছে মিসর। গত একদশকে এই দুই পক্ষের মধ্যে অন্তত তিনটি যুদ্ধের ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview