Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফ্রিদিকে ভারতে এসে মানসিক ডাক্তার দেখাতে বললেন গৌতম গম্ভীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview


এবার শহীদ আফ্রিদিকে ভারতে এসে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিলেন ভারতীয় দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীর।

ক্রিকেটার জীবন থেকেই আফ্রিদির সঙ্গে গম্ভীরের তিক্ত সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা চলেছিল সংবাদমাধ্যমে। সম্প্রতি আত্মজীবনীতে গম্ভীরকে ‘ব্যক্তিত্বহীন’ বলে কটুক্তি করেন আফ্রিদি। ভারতীয় ওপেনারকে ‘দাম্ভিক’, এমনকি ‘ক্রিকেটের লজ্জা’ বলতেও কুণ্ঠা বোধ করেননি পাক অলরাউন্ডার।

আফ্রিদি লেখেন, ‘কিছু শত্রুতা ব্যক্তিগত, কিছু পেশাগত। গম্ভীরের ক্ষেত্রে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ের৷ গম্ভীর অত্যন্ত দাম্ভিক৷ ওর মানসিকতার সমস্যা চিরকালের। গম্ভীরের কোনও ব্যক্তিত্ব নেই৷ ও এমন একজন মানুষ, যাকে ক্রিকেটের বড় লজ্জা বলা যায়৷ ওর রেকর্ড আহামরি কিছু নয়, সবটাই অমূলক দম্ভ।’

শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে শহীদ আফ্রিদির অপ্রত্যাশিত আক্রমণের পালটা দিলেন গম্ভীর। লিখলেন, ‘আফ্রিদি তুমি একজন উন্মাদ। যাইহোক, আমরা মেডিক্যালের জন্য পাকিস্তানকে এখনও ভিসা প্রদান করছি। আমি নিজে তোমায় সাইকাট্রিস্টের কাছে নিয়ে যাব।’

Bootstrap Image Preview