সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি আশ্রয়কেন্দ্র অসুস্থ অবস্থায় ঘূর্ণিঝড় ফণীর হাত থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন আয়না মতি বিবি (৯২) নামে এক বৃদ্ধা। কিন্তু সেখানেও তার শেষ রক্ষা হয়নি। গুরুতর সুস্থ হয়ে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
আয়না মতি বিবি গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত শওকত শেখের স্ত্রী। অসুস্থ অবস্থায় তিনি ঘূর্ণিঝড় ফণীর হাত থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন।
উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জাগো নিউজকে বলেন, ইউনিয়নের ১৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। শুক্রবার বিকেলে আয়না মতি বিবি গাইনবাড়ি আশ্রয়কেন্দ্র আশ্রয় নেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, ফণীর কারণে ইউনিয়নের চাঁদনীমুখা বাজারে চাউলের বাজারের একটি টিনশেড দোকান উড়ে গেছে। এছাড়া কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।