আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, দীর্ঘ ২৮ বছর ধরে বন্ধ হয়ে থাকা ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অসাধ্যকে সাধন করেছেন।
শুক্রবার (৩ মে) দুপুরে অমর একুশে হল এলামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডাকসু নির্বাচনের ডামাডাল শুরু হওয়ার পর অনেকেই বলেছিলেন, ডাকসু করা সম্ভব না। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন, গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে ডাকসুতে নেতৃত্ব তৈরি হয়েছে। শিক্ষার্থীরা তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছেন।
উপমন্ত্রী এনামুল বলেন, এক সময় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এরশাদ ভ্যাকেশন, খালেদা ভ্যাকেশন দেখেছি। তাদের ছাত্র সংগঠনগুলোর তাণ্ডবলীলা দেখেছি। কিন্তু ১০ বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সময়ে একদিনের জন্যও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি। কারণ, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস ও তাণ্ডবের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করেননি।
এনামুল বলেন, আমি যেদিন জাকসু’র ভিপি নির্বাচিত হই তার আগের রাতেও আমার বিছানাপত্রে আগুন দিয়েছিল তৎকালীন সরকারের ছাত্রসংগঠনের নেতারা। কিন্তু কখনোই আমাদেরকে ছাত্র-ছাত্রীদের মন থেকে দূরে রাখতে পারেনি। তাই বিপুল ভোটের ব্যবধানে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম।
এ সময় অমর একুশে হলের সাবেক ছাত্র ও ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং একুশে হলের সাবেক ছাত্র ও ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।