রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে।
বুধবার (১লা মে) সকাল থেকেই দিবসটি উপলক্ষে নগরীর রাস্তাগুলোতে শ্রমিকরা নিত্য নতুন পোশাক পরে কর্মসূচীতে যোগদান করে।
দিবসটি উপলক্ষে রাজশাহী শ্রম অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা সাংস্কৃতিক অুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
দিবসটি পালন করে র্যালি বের করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে),রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ, শ্রমিক সমাবেশ ও কাউন্সিল অধিবেশন, রাজশাহী জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন, ইসলামী শ্রমিক আন্দোলন, রাজশাহী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ।
রাজশাহী বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়ন, মহানগর জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ,মহনগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল,দর্জি শ্রমিক ইউনিয়ন,রাজশাহী জেলা হোটেল ও রেষ্টুরেন্ট, শ্রমিকলীগ,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সহ অন্যান্য শ্রমিক সংগঠন।