Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী প্রচারের ফাঁকে শিঙাড়া কিনতে ব্যস্ত নুসরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১২:৫৮ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


চরম গরমে মধ্যেও উত্তাপ ছড়াচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। গ্রীষ্মের চড়া রোদকে উপেক্ষা করেই চলছে প্রচার-প্রচারণা। যে সব প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন, ভোটারদের মন জোগাতে কোনো কসুর করছেন না তারা।

একইভাবে প্রচারে ব্যস্ত টলিউড অভিনেত্রী তথা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান। অভিনয় থেকে সদ্য রাজনীতির আঙিনায় এসেছেন তিনি। তবে তাতে কী, পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো করেই প্রচার চালাচ্ছেন এই নায়িকা। কড়া মন্তব্য নয়, বরং সুমিষ্ট এবং মার্জিত ভাষণ হয়ে উঠেছে তারা হাতিয়ার। এরই সঙ্গে অভিনেত্রী তকমা ঝেড়ে ফেলে জননেত্রী হয়ে ওঠার প্রচেষ্টা চলছে সমানতালে।

মানুষের মধ্যে নেমে গিয়ে কথা বলা। তাদের অভাব-অভিযোগ শুনে নেওয়া, সবই করছেন নুসরাত, গাড়ি থেকে নেমে রাস্তার ধারের ঘুগনির দোকান থেকে চলছে ঘুগনি খাওয়া। এ বার রাস্তার ধারের গরমাগরম শিঙাড়া কিনছেন নুসরাত। সামনে এসেছে এমনই একটি ভিডিও প্রকাশীত হয়েছে ইন্সটাগ্রাম। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Bootstrap Image Preview