Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক মাহফুজের মৃত্যুতে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের শোক

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৩৮ AM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৫০ AM

bdmorning Image Preview


দেশের প্রথিতযশা সাংবাদিক ও বরেণ্য কলামিস্ট মাহফুজের মৃত্যুতে ইউরোপে প্রবাসী সাংবাদিকদের বৃহৎ সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে।

আর আগে শনিবার (২৭ এপ্রিল) সকালে বামরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গুরুতর অসুস্থ হয়ে ৩ সপ্তাহ ধরে ব্যাংককের হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন মাহফুজ উল্লাহ। তার মেয়ে নুসরাত হুমায়রা এ তথ্য নিশ্চিত করেছেন।

এক শোক বার্তায় প্রবাসী সাংবাদিকরা বলেন, মাহফুজ উল্লাহ বাংলাদেশের খ্যাতিমান শুধু সাংবাদিক নন, তিনি একাধারে একজন লেখক, কলামিস্ট ও টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটর ছিলেন।

এছাড়াও তিনি ছিলেন, নোয়াখালী জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা। অন্যদিকে বাংলাদেশে তিনিই প্রথম পরিবেশ সাংবাদিকতা শুরু করেন। তার এই মৃত্যুতে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরা শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

বরেণ্য এ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- ক্লাবের প্রধান উপদেষ্টা শরীফ আল মমিন, সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপ, সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুল, সহ-সভাপতি রিয়াজ হোসেন, সহ-সভাপতি মিনহাজুল আলম মামুন, সহ-সভাপতি মাহবুব সুয়েদ, সহ-সভাপতি ফারুক আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক জমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

খ্যাতিমান এ সাংবাদিক মাহফুজ উল্লাহ মহান এই পেশার পাশাপাশি শিক্ষগতাও করেছেন। এছাড়াও চীন গণপ্রজাতন্ত্রে বিশেষজ্ঞ হিসেবে, কোলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১০ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন দেশের খ্যাতিমান সাংবাদিক মাহফুজ উল্লাহ।

Bootstrap Image Preview