Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাজিরায় নছিমন উল্টে নিহত ১, আহত ২

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৪ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের জাজিরায় গাছ বোঝাই নছিমন খালে উল্টে পড়ে বারেক চোকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আর দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে গাছ বোঝাই নছিমনটি মোড় ঘুরতে গিয়ে উল্টে খালে পড়ে যায়।

নিহত বারেক চোকদার বরিশালের কলা দোয়ানিয়া গ্রামের আজাহার চোকদারের ছেলে। এ দিকে গুরুতর আহত হয়েছেন একই এলাকার সাহাব উদ্দিন (৩৭)।

স্থানীয় ও জাজিরা থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গাছ বোঝাই নছিমন মোড় ঘুরতে গিয়ে উল্টে খালে পড়ে যায়। ঘটনাস্থল থেকে গাছের চাপায় পড়া একজনের মৃতদেহ ও দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বিডিমর্নিংকে জানান, নছিমনের সবাই গাছকাটা শ্রমিক ছিল। প্রায় ২০ ফুট নিচে গাছ বোঝাই নছিমনটি পড়ে যায়। এ ঘটনায় গাছকাটা শ্রমিক বারেক চোকদার ঘটনাস্থলে মারা যায়। নিহতের মরদেহ জাজিরা হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview