Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বন্দুকযুদ্ধে সর্বহারা পার্টির ২ সদস্য নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


বগুড়ার শেরপুরে দুদল চরমপন্থীর মধ্যে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) ২ সদস্য নিহত হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টায় শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতদের দু'জনের মধ্যে একজনের নাম আফসার আলী (৪৫) এবং অপরজন লিটন (৪০) বলে জানা গেলেও পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র (১টি পিস্তল, ১টি ওয়ান শুটার), ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির হাতে লেখা ৩টি পোস্টার উদ্ধার করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ভবানীপুর বাজার এলাকায় দুদল চরমপন্থীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তিনি জানান পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানে গুরুতর জখম অবস্থায় দু'জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহত দুজনই সর্বহারা পার্টির সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Bootstrap Image Preview