শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ হামলায় ইতিমধ্যে নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার পুলিশ বলছে, তাদের বিশ্বাস উগ্র ইসলামপন্থীরাই ইস্টার সানডেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটিয়েছে।
খবরে বলা হয়েছে, এসব উগ্রপন্থী গোষ্ঠীগুলো স্থানীয়ভাবেই তাদের তৎপরতা চালায়।
হামলার ঘটনায় ইতিমধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
পুলিশের এক মুখপাত্র রুয়ান গুনাসেকারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভয়াবহ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এদের কারো পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ।
গতকালের ভয়াবহ হামলার দায় আনুষ্ঠানিকভাবে কোন সন্ত্রাসীগোষ্ঠী স্বীকার করেনি।
এদিকে শ্রীলঙ্কার সরকার এক ঘোষণায় দেশটিতে জারি করা কারফিউয়ের সময় বাড়িয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, নতুন ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সোমবার সন্ধ্যা আটটা থেকে মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত কারফিউ বহাল থাকবে।