Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় হামলাঃ যা বললেন ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও পাঁচ তারকা তিনটি হোটেলে সিরিজ বোমা হামলায় ৩৫ জন বিদেশিসহ অন্তত ২৯০ জন নিহত ও ৫ শতাধিক আহত হয়েছেন।

এ ঘটনায় ২৪ সন্দেহভাজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মুসলিম বিশ্বের এই নেতা টুইট বার্তায় তাদের শোক জানান।

ইমরান খান এক টুইটবার্তায় লিখেছেন, ‘শ্রীলঙ্কায় এমন মর্মান্তিক হামলায় মূল্যবান সব জীবন নষ্ট হয়ে যাওয়া শত শত মানুষ আহত হওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শ্রীরঙ্কান ভাইদের জন্য আমার গভীর সমবেদনা। এমন পরিস্থিতিতে শ্রীলংকার সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে পাকিস্তান।’

Bootstrap Image Preview