Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে সুমন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে। নিহত সুমন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে।

এসময় দনগাঁ সীমান্ত থেকে বিএসএফ মাসুদ রানা (২০) নামে অন্য এক যুবককে আটক করে নিয়ে যায়। তিনি ডাঙ্গীপাড়া গ্রামের এনাদুলের ছেলে।

জানা যায়, ভোর ৪টার দিকে ১০/১২ জন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নিহত হন। তার মরদেহ সীমান্তে জিরো লাইনের এপারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে।এসময় বিএসএফ এর হাতে আটক হয় মাসুদ রানা নামে অন্য একজন।

বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফের এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ও পতাকা বৈঠকের আহবান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। সম্ভবত দুপুর ১২ টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview