Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, অক্টোবার ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কল্যাণ ভাতা কর্তন বন্ধের দাবি বেসরকারি শিক্ষক সমিতির

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ PM

bdmorning Image Preview


মাধ্যমিক শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কল্যাণ ভাতা কর্তন বন্ধসহ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মানববন্ধন হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকেল তিনটায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে এই মানববন্ধনের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী।

মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকরা সবসময় সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকার কর্তৃক মাধ্যমিক শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কল্যাণ ভাতা কর্তন বন্ধ ও জারীকৃত প্রজ্ঞাপন বাতিল করা হোক। আমরা চাই সরকারি শিক্ষকদের মতো আমাদেরও মূল্যায়ন করা হোক।

সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সুজিত সেন, খালেদ মোহাম্মদ, আব্দুল বাছিত, সুধাংশু শেখর পাল, জেসমিন আক্তার, শাহীনা আক্তার প্রমুখ।

Bootstrap Image Preview