Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, সেপ্টেম্বার ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিএনসিসির বড় দুই পদে নতুন মুখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে নতুন দুইজনকে দায়িত্ব দেয়া হয়েছে। ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া স্বাক্ষরিত পৃথক আদেশে এ দায়িত্ব দেয়া হয়েছে।

গত ( ১০ এপ্রিল) ও ( ১৬ এপ্রিল ) এ আদেশ দেয়া হয়।

জানা যায়, ডিএনসিসি কর্তৃক প্রেষণে নিয়োজিত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মাদ আবদুর রাজ্জাকের প্রেষণাদেশ প্রত্যাহার পূর্বক ড. তারিক বিন ইউসুফকে দায়িত্ব দেয়া হয়েছে।

সংস্থাটির পরিবেশ, জলবায়ু, দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ নিজ দায়িত্বসহ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে প্রেষণে নিয়োজিত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাকির হাসানের প্রেষণাদেশ প্রত্যাহার পূর্বক মোমিনুর রহমান মামুনকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview