Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাথায় বন্দুক ঠেকিয়ে কনেকে নিয়ে পালালো প্রেমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


মাথায় বন্দুক ঠেকিয়ে কনেকে নিয়ে পালিয়েছে এক সাবেক প্রেমিক। এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের শিকর জেলায়।

জানা গেছে, বিয়ের পর শ্বশুরবাড়ি যাচ্ছিল এক কনে। সেই সময় তার কপালে বন্দুক ঠেকিয়ে সকলের চোখের সামনে থেকে তুলে নিয়ে যায় প্রাক্তন প্রেমিক!

দেশটির পুলিশ জানায়, কনের বাড়ি থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে শিকরের রামবক্সপুরায় ঘটনাটি ঘটে।

জানা যায়, বুধবার শিকরের নাগওয়া গ্রামের দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয় হংস কানওয়ার এবং তার বড় বোন সোনু কানওয়ারের।

বিয়ের পর বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পর মূল অভিযুক্ত সাবেক প্রেমিক অঙ্কিত সেওদা আরও কয়েকজনের সঙ্গে কনের গাড়িটিতে আক্রমণ করে হংসকে অপরহরণ করে নিয়ে যায়।

ওই সময় তাদের বাধা দিয়েছিল হংস'র বোন সোনু। সেই 'অপরাধ'-এ তাকেও প্রবল মারধর করা হয়। এই ঘটনার পর ওই অঞ্চলের বিধায়ক রাজেন্দ্রসিং গুধা'র নেতৃত্বে কয়েকশো জনতা মিলে বিক্ষোভ জানায়।

ওই বিধায়ক বলেন, যতক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার করে ওই কনেকে উদ্ধার করা হচ্ছে, ততক্ষণ আমরা এই এলাকার প্রশাসনিক আধিকারিকের বাসভবনের সামনে ধর্না করব।

পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া সেই সঙ্গে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

Bootstrap Image Preview