Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নামী চারটে ডক্টরেট পেয়েছি, তবুও নামের আগে লিখিনা: তসলিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


লেখালেখি ছাড়াও ডাক্তার হিসেবে পরিচিত তসলিমা নাসরিন। আর নিজের ফেসবুকে সেই স্মৃতিই তুলে ধরেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন-

মাঝে মাঝে ভুলে যাই আমি ডাক্তার। ডাক্তারি চাকরি করি না, চেম্বারে বসে রোগি দেখি না। তাতে কী? ডাক্তার তো!

দিন রাত লেখাপড়া করে ডাক্তারি পাশ করেছি। দিন রাত রোগির চিকিৎসা করে করে ইনটার্নিশিপ করেছি। তারপর তো আট বছর চাকরি। গ্রামে গ্রামে ক্যাম্প করে ভেসেকটমি টিউবেকটমি করতাম। মিটফোর্ড আর ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতালে গাইনি বিভাগ আর এনেস্থেসিয়া বিভাগে চাকরি করতাম। দিন রাত রোগির বাচ্চা হওয়ানো, ফরসেপ ডেলিভারি, ব্রিচ ডেলিভারি, সিজারিয়ান করায় ব্যস্ত থেকেছি।

তারপর বিভাগ পাল্টে রোগিকে অপারেশন টেবিলে তুলে অজ্ঞান করতাম, অপারেশনের পর জ্ঞান ফেরাতাম। আমি নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করি না। ইউরোপের নামী চারটে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়েছি।

তারপরও নামের আগে ডক্টর ব্যবহার করি না। নামের আগে পরে ভারি ভারি জিনিস থাকলে নামের ওপর চাপ পড়ে।

Bootstrap Image Preview