Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


নোয়াখালী সেনবাগ উপজেলায় সেনবাগ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১১পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবদুল মতিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের বাবুলের পুত্র।

জানা যায়, বুধবার গভীর রাত্রে সেনবাগ থানার এএসআই মো: দিদারুল আলমের নেতৃত্বে উপজেলার ছাতারপাইয়া বাজারে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

Bootstrap Image Preview