চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার টাইগারপাস ফিলিং স্টেশন এলাকায় একটি চলন্ত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেলেন ওই গাড়ির চালক ও মালিক।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় চট্টমেট্রো চ-১১১৭৫ সিরিয়ালের গাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রংয়ের ওই গাড়িটি লালখানবাজার মোড় হয়ে আগ্রাবাদ দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লালখানবাজার মোড় ক্রস করে টাইগার পাসের মধ্যবর্তী ফিলিং স্টেশনের কাছে পৌছলে সামনের একটি চাকা পাংচার হয়। পরে একটু গিয়ে গাড়ির নিচে আগুন ধরে যায়। এসময় দ্রুত গাড়ির চালক ও মালিক বের হয়ে যান।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।