Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১০:২২ AM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ১০:২২ AM

bdmorning Image Preview


সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ আতাউর রহমান। 

বুধবার (১৭ এপ্রিল) রাতে শাহজাদপুর থানার অভ্যার্থনা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিমল কুন্ডু ( দৈনিক সংবাদ ও সভাপতি শাহজাদপুর প্রেস ক্লাব), শফিকুজ্জামান শফি ( দৈনিক মানব কন্ঠ ও সাধারন সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাব), মুস্তাক আহমেদ ( সম্পাদক সাপ্তাহিক প্রান্তিক সংবাদ),  আবুল কাসেম ( দৈনিক নয়া দিগন্ত),  হাসানুজ্জামান তুহিন ( দৈনিক প্রতিদিনের সংবাদ), মুমিদুজ্জামান জাহান ( দৈনিক যুগান্তর),  এম এ জাফর লিটন (দৈনিক যায় যায় দিন ), আল আমিন হোসেন ( দৈনিক দিনকাল),  ফারুক হাসান কাহার ( ডেইলি বাংলাদেশ),  আমিনুল ইসলাম ( দৈনিক খোলা কাগজ), রাজীব রাসেল ( সময়ের কন্ঠস্বর )।

এসময় আরো উপস্তিত ছিলেন সাংবাদিক কবির আজমল বিপুল, আবুল হাসনাত টিটো, শামছুর রহমান শিশির, সাগর বসাক, আসলাম আলী, মাসুদ মোশারফ, জহুরুল ইসলাম, জেলহক হোসাইন, নিজাম উদ্দিন, সরোয়ার, হান্নান, নয়ন।

সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এ উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ইভটিজিং, মাদক ও জুয়া নির্মূলে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Bootstrap Image Preview