Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তোষণের রাজনীতি করতেই ফেরদৌসকে দিয়ে তৃণমূলের প্রচার: বিজেপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৪:৫৮ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেছেন, তোষণের রাজনীতি করতেই বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদকে দিয়ে দলীয় প্রার্থীর প্রচার করিয়েছে তৃণমূল।

তিনি বলেন, তৃণমূল কেন একজন বিদেশি নাগরিককে প্রচারের অংশ করল? ফেরদৌস কোন দলকে পছন্দ করেন, সেটি রাজ্যের মানুষের ওপর চাপিয়ে দেয়া কি ঠিক?

তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে তৃণমূল প্রকাশ্যে তোষণের রাজনীতি করছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগত বিজি-০৯৬ ফ্লাইটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রায় অংশ নিতে ভারতে অবস্থান করছিলেন ঢাকাই ছবির এ চিত্রতারকা।

অন্য দেশের নাগরিক কী করে ভারতের নির্বাচনী প্রচারে যোগদান করে সে বিষয়ে ভারতজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন।

গত রোববার ফেরদৌস পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন টালিউড তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল।

সেদিন পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান দিলীপ ঘোষ বিষয়টির কঠোর সমালোচনা করে বলেছিলেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে পশ্চিমবঙ্গে রোডশো করায়? আমরা এ ঘটনার নিন্দা জানাই।’

এর পর ভারতজুড়ে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত হতে হয় বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসকে।

এরপর মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে তার ভারতীয় ভিসা বাতিল হয়।

Bootstrap Image Preview