Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় বেপরোয়া গতির বাস কেড়ে নিল শিশুর প্রাণ

রিদুয়ান হাফিজ, চকরিয়া (পেকুয়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১০:৫০ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview


চকরিয়ায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোঃ শাহেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে মালুমঘাট বাজার পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহেদ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের (১নং ওয়ার্ড) রিংভং সোয়াজানিয়া এলাকার মোঃ শাহাব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে কক্সবাজার মুখি দ্রুত গতির একটি শান্তি পরিবহনের বাস (সাতক্ষীরা ব-১১-০০০৪৮) মালুমঘাট বাজার নিকটবর্তী আসা মাত্রই মহাসড়কের পাশ দিয়ে চলাচলরত এক শিশুকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে। পরে একইদিন রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

অপরদিকে দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মালুমঘাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বাসটিকে ধাওয়া করে। শেষ পর্যন্ত ডুলাহাজারা বাজার এলাকা থেকে জনতার সহযোগিতায় ঘাতক বাসটি ও বাসের চালককে আটক করে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমগির হোসেন জানান, মালুমঘাট বাজার নিকটবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু মারা গেছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিভাবকদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview