Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চার দফা দাবিতে রুয়েট শিক্ষকদের কর্মবিরতি

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষকদের প্রারম্ভিক বেতন বৃদ্ধিসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।

তাদের অন্য দাবিগুলো হলো- শিক্ষকদের উচ্চতর ডিগ্রীর জন্য সিন্ডিকেট অনুমোদিত বেতন বৃদ্ধি বা বিশেষ বেতন প্রদান, বকেয়া বেতন প্রদান, বেতন বৈষম্য দূরীকরণ।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শামীমুর রহমান বলেন, বুয়েট, কুয়েট, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা চাকুরিতে যোগদানের পর থেকে চারটি ইনক্রিমেন্ট পায়। অথচ রুয়েটের প্রভাষক পদের ৫০-৬০ জন শিক্ষক তা থেকে বঞ্চিত। বিষয়টি বারবার উপাচার্যকে অবহিত করার পরও তিনি বিষয়টি সমাধানে কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এ জন্য শিক্ষকরা তাদের দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে। আগামীকালও একই দাবিতে আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।

শিক্ষক সমিতির কর্মসূচিকে সাধারণ শিক্ষকরা প্রত্যাখান করেছে বলে দাবি করে উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ বলেন, অধিকাংশ বিভাগের যথারীতি রুটিন অনুযায়ী ক্লাস হয়েছে। তবে দুই একটি বিভাগে ক্লাস হচ্ছে না বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রজ্ঞাপনের মাধ্যমে সদ্য যোগদান করা শিক্ষকদের সকল প্রকার ইনক্রিমেন্ট বন্ধ করে দেয়। প্রজ্ঞাপনের পরও বুয়েট, কুয়েটসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ সুবিধা পাচ্ছে। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের ৮৪তম সিন্ডিকেট সভায় শিক্ষকদের প্রারম্ভিক ও বার্ষিক ভাতার সিদ্ধান্ত হয়। তবে তা এখনো কার্যকর না হওয়ায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছে।

Bootstrap Image Preview