Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রেনে নারীর গোপন ভিডিও ধারণ করায় যুবকের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১০:৫৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ভেতর মুঠোফোনে এক নারীর গোপন ভিডিও ধারণ করার দায়ে সুজন ঋষি নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সুজন সীমান্তবর্তী উপজেলার আজমপুর গ্রামের মৃত সোনাতন ঋষির ছেলে।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার এ কে এম শরিফুল হক তাকে এই সাজা দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানায়, গতকাল রাতে চট্রগাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলস্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় ট্রেনের ভিতরে থাকা এক নারী টয়লেটে যায়। সেই সুযোগে সুজন তার মুঠোফোনে ঐ নারীর গোপন ভিডিও ধারণ করলে ট্রেনের ভিতরে থাকা অপর যাত্রীরা দেখে ফেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়।

Bootstrap Image Preview