Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলিতে বাল্যবিবাহ ও ইফটিজিং প্রতিরোধকরণে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৩:৫৫ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


'নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি' এই শ্লোগানকে সামনে রেখে হিলিতে মাদক নির্মূল, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধকরণে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বন্দরের চারমাথা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সীমান্তের বাসুদেবপুর এলাকার চুড়িপট্টি নামক স্থানে গিয়ে শেষ হয়। 

র‌্যালি শেষে সেখানে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।

এছাড়াও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বক্তব্য রাখেন।

এসময় পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 


 

Bootstrap Image Preview