জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে জাবির মঙ্গল শোভাযাত্রা ও কেন্দ্রীয় সকল সাংস্কৃতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে হাসপাতালে নেওয়ার পথে এম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চতুর্থ বর্ষের নুরুজ্জামান নিভৃত।
সহপাঠীর মৃত্যুতে শোকাহত শিক্ষার্থীরা অবস্থা বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৯টায় পুরাতন কলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা স্থগিত করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী নিভৃত শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে শনিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিতে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কিন্তু হাসপাতাল নিতে বিলম্ব ঘটে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: হরনাথ সরকার নিভৃতকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, মেসিভ হার্ট অ্যার্টাকে তার মৃত্যু হয়।
এই ঘটনায় ক্যাম্পাস জুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে মানববন্ধনের ডাক দিয়েছে।
এদিকে নিভৃতের অকাল মৃত্যুর কারণে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নববর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রাসহ সকল অনুষ্ঠান স্থগিতের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, শোক আর শোভাযাত্রা একসাথে চলতে পারেনা।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু ফেসবুকে লেখেন, প্রিয় জাহাঙ্গীরনগরবাসী দোহাই এই লাশের ওপর দিয়ে পহেলা বৈশাখ পালন কইরেন না৷ পাঞ্জাবী আর শাড়ি পরিহিত আপনারা তামাশা কইরেন না।